তামিম একটি চাকরির ইন্টারভিউয়ে বসে ছিল। পুরো প্রক্রিয়াটি বেশ চাপের ছিল, কিন্তু এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। তবে, যখন নিয়োগকারী ম্যানেজার তাকে প্রশ্ন করলেন, “তামিম, পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখেন?” তখন একটু সংকোচ অনুভব করল।
তামিম, আত্মবিশ্বাসীভাবে এবং কিছুটা দার্শনিকভাবেই সোজা হয়ে বসে উত্তর দিল, “পাঁচ বছর পর আমি একটি টিমের নেতৃত্ব দিতে চাই, বড় বড় চ্যালেঞ্জ নিতে চাই এবং এই কোম্পানিতে সত্যিই একটা বড় প্রভাব ফেলতে চাই।”নিয়োগকারী ম্যানেজার মুগ্ধ হয়ে মাথা নেড়ে বললেন, “অত্যন্ত ভালো।” এরপর, তিনি কিছুক্ষণ থেমে গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, “আর দশ বছর পর আপনি কোথায় নিজেকে দেখেন?”তামিম, আরো এক ধাপ গভীরে গিয়ে উত্তর দিল, “দশ বছর পর আমি একজন ভিশনারি হিসেবে নিজেকে দেখতে পাচ্ছি, যে শিল্পকে বিপ্লবিত করছে, হয়তো নিজের কোম্পানিও শুরু করব।”
নিয়োগকারী ম্যানেজার একবার নীচে মাথা নেড়ে আবার সন্তুষ্ট হলেন। কিন্তু তারপর, তামিম আরও আত্মবিশ্বাসের সাথে কিছু বলতে শুরু করল।
“আর পনেরো বছর পর,” তামিম বলল, “আমি নিজেকেৃ অবসর গ্রহণ করতে দেখছি। কোথাও একটা সান্নি জায়গায়, সম্ভবত কোনো সমুদ্র সৈকতে। শুধু বিশ্রাম নিচ্ছি।”নিয়োগকারী ম্যানেজার কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, “বেশ, তামিম। মনে হচ্ছে আপনি ইতিমধ্যেই আপনার ‘এক্সিট স্ট্র্যাটেজি’ ঠিক করে ফেলেছেন। “আমরা যোগাযোগ রাখব।”