• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তপন চৌধুরী হার্ট অ্যাটাক

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ
তপন চৌধুরী হার্ট অ্যাটাক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী তপন চৌধুরী সম্প্রতি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। সত্তরের দশকের শেষভাগ থেকে সঙ্গীতের সাথে সম্পৃক্ত এই শিল্পী এখন কানাডায় বসবাস করছেন, তবে তার গানের প্রতি ভালোবাসা আজও অটুট। সম্প্রতি গায়িকা দিনাত জাহান মুন্নী তার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে জানান, তপন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং গত পরশু তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এবং সুস্থ হওয়ার প্রার্থনা করছেন ভক্তরা।
তপন চৌধুরী ১৯৭৯ সালে জনপ্রিয় ব্যান্ড সোল্সের সাথে যুক্ত হন এবং তার কিছু গান, যেমন “মন শুধু মন ছুঁয়েছে”, “তুমি আমার প্রথম সকাল” এবং “কী কারণে কান্দ রে মন”, আজও শ্রোতাদের মনে গেঁথে আছে। দীর্ঘদিনের সঙ্গীত জীবনে তিনি অসংখ্য হিট গান উপহার দিয়েছেন, যা বাংলা গানের জগতকে সমৃদ্ধ করেছে।প্রতিবেশী গায়িকা মুন্নী তার পোস্টে লিখেছেন, “সবাই দোয়া করবেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।” শিল্পীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভক্তরা তার জন্য প্রার্থনা করছেন।