Home বিনোদন করিম চাচার কলা কাণ্ড

করিম চাচার কলা কাণ্ড

দখিনের সময় ডেস্ক:
ঢাকার ব্যস্ত বাজারে করিম চাচা, যিনি নিজেকে “বারগেনের বাদশা” বলে দাবি করেন, কলা কিনতে গিয়েছিলেন। এক তরুণ বিক্রেতা রফিকের দোকানে ঝকঝকে হলুদ কলার স্তূপ দেখে তিনি বললেন, “এক ডজন কত?” বুক বাঁধা অবস্থায় যেন কোনো দারুণ আলোচনা শুরু করতে যাচ্ছেন। রফিক হেসে বলল, “একশো টাকা।” করিম চাচা নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরে বললেন, “এই কলাগুলোর সঙ্গে কি ফ্রি ওয়াই-ফাইও আসবে নাকি?!”
রফিক নির্বিকারভাবে উত্তর দিল, “চাচা, এই কলাগুলো এত মিষ্টি, আপনি খেলে রবীন্দ্রসংগীত গাইবেন।” কিন্তু করিম চাচা তো সহজে হার মানার পাত্র নন। তিনি বললেন, “মিষ্টি হোক আর টক হোক, আমি দিব পঞ্চাশ টাকা!” রফিক হেসে বলল, “পঞ্চাশ? চাচা, এটা তো আমার চা-বিস্কুটের দাম, কলার নয়।” আশপাশে লোক জড়ো হয়ে গেছে, সবাই এই বুদ্ধির লড়াই উপভোগ করছে। করিম চাচা একটু গোপন ভঙ্গিতে বললেন, “আমি একটা গোপন তথ্য দিব—ঢাকায় সেরা বিরিয়ানির জায়গা কোথায় পাওয়া যায়।” রফিক হেসে বলল, “সত্তর টাকা দেন, সঙ্গে ওই বিরিয়ানির তথ্যটাও দেন।”
করিম চাচা একটা চতুর হাসি দিয়ে টাকা দিয়ে কলা নিয়ে হাঁটা ধরলেন। রফিক চিৎকার করে বলল, “চাচা, ওই বিরিয়ানির জায়গা কোথায়?” করিম চাচা, মুখে একখানা কলা চিবোতে চিবোতে ঘুরে বললেন, “আমার বউয়ের রান্নাঘরে। বিরিয়ানি উনি বাড়িতেই রান্না করেন!” রফিক হতবাক হয়ে দাঁড়িয়ে থাকল, আর আশপাশের লোকজন হেসে উঠল, সবাই চিৎকার করে বলতে লাগল, “করিম চাচা, বারগেনের বাদশা!”
গ্রন্থনা – ইলহাম জামান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তালিকায় নাম না থাকায় প্রধান উপদেষ্টার বৈঠকে ঢুকতে পারেননি কর্নেল অলি

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। ঢোকার মুখে রাজনীতিবিদদের যে তালিকা দেয়া ছিল,...

৭৩ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ পলাতক ৭শ’

দখিনের সময় ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারাগার থেকে পলাতক দু’হাজারের অধিক বন্দির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে ৭০০ আসামি। এরমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন ৭৩ জন।...

প্রধান ‍উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক, দেশের প্রশ্নে সবাই এক থাকার প্রত্যয়

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আলোচনায় মূল সূর ছিল, আমাদের মধ্যে মত-পথ-আদর্শ ভিন্ন থাকবে। রাজনীতিতে ভিন্ন থাকবে। দেশ,...

স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: বরিশালে স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কাউনিয়ার টেক্সটাইল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে...

Recent Comments