• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মিশর সফর নিয়ে মেহজাবীনের মুগ্ধতা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
মিশর সফর নিয়ে মেহজাবীনের মুগ্ধতা
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি মিশর ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। নীল নদের দেশ খ্যাত মিশরে তোলা ১৬টি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমার কায়রো সফর ছিল সত্যিই এক স্মরণীয় অভিজ্ঞতা। বিশেষ করে জাদুঘরে মমি দেখা, যা দীর্ঘদিন ধরে কল্পনা করছিলাম, তা অবশেষে বাস্তবে দেখতে পারা ছিল পরাবাস্তব। যদিও মমির ছবি তোলার অনুমতি ছিল না, তবে সেই স্মৃতি আমার হৃদয়ে চিরস্থায়ী।”

মিশরের ঐতিহ্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেহজাবীন আরও বলেন, “এই দেশের ইতিহাসের বিশালত্ব এবং জাদুময় পরিবেশ আমাকে অভিভূত করেছে। পিরামিড থেকে শুরু করে প্রাচীন জাদুঘর, সব কিছুই যেন এক অন্য জগতের গল্প বলে। মিশর সত্যিই এক অপার বিস্ময়ের দেশ।”

মেহজাবীন তার প্রথম সিনেমা প্রিয় মালতী এর আন্তর্জাতিক প্রিমিয়ারে অংশ নিতে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে মিশর ভ্রমণ করেছিলেন। লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হওয়ার পর থেকে টেলিভিশন নাটক, বিজ্ঞাপন এবং সিনেমায় কাজ করে আসা এই অভিনেত্রীর জন্য মিশর সফর ছিল আরও একটি বিশেষ অধ্যায়।