• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তাহের ভাইয়ের রান্নার কাহিনী

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ণ
তাহের ভাইয়ের রান্নার কাহিনী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
একদিন, গ্রামের ছেলে তাহের ভাই, যাকে সবাই জানে তার রান্নার জন্য, হঠাৎ করেই বড় একটি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিল। সবাই জানতো, তাহের ভাই খুব ভালো রান্না করে, কিন্তু তার সম্পর্কে একটা গোপন কথা ছিল – সে আসলে রান্না করতে জানেই না!
প্রতিযোগিতায় নাম লেখানোর পর, তাহের ভাই ভাবলো, “কীভাবে যেন রান্না করে ফেলবো!” কিন্তু কী করবে, সেটা বুঝে উঠতে পারছিল না। শেষমেশ, সে তার মা’র কাছ থেকে রেসিপি চেয়ে একটা সাদামাটা রান্না শুরু করলো। কিন্তু তার রান্নায় এত অদ্ভুত গন্ধ ছিল যে, সবার মুখ বন্ধ হয়ে গেল, আর তারা ভাবলো, “এটা কি রান্না নাকি কোনো বিজ্ঞান পরীক্ষার ফল?”
মাঝে মাঝে জীবনে এমন কিছু ঘটে, যেখানে একটু মিথ্যে আর একটু অস্বাভাবিক ঘটনার মাঝে হাসির সৃষ্টি হয়। তাহের ভাইয়ের রান্নার অভিজ্ঞতা সবাই মনে রাখবে, কিন্তু কেউ জানবে না তার আসল “রান্নার রহস্য”!
গ্রন্থনা – ইলহাম জামান রূপম