• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দরদামের যুদ্ধে রফিক ভাই

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ণ
দরদামের যুদ্ধে রফিক ভাই
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

রফিক ভাই স্থানীয় বাজারে “দরদামের রাজা” নামে পরিচিত। মাছ, চাল এমনকি বিক্রেতার ধৈর্য—সবকিছুর দাম কমাতে তার জুড়ি নেই। এক শুক্রবার সকালে, কোমরে গামছা বেঁধে, দুপুরের জন্য আদর্শ এক পদ্মার ইলিশ কিনতে তিনি বাজারে গেলেন।
এক ঝকঝকে ইলিশ দেখে রফিক ভাই শুরু করলেন তার বিখ্যাত দর কষাকষি।
“এই ভাই, এই মাছটার দাম কত?”
মাছওয়ালা বলল, “২,০০০ টাকা। একদম টাটকা পদ্মার মাছ!”
রফিক নাটকীয় ভঙ্গিতে বললেন, “২,০০০? এর সাথে কি পদ্মা নদীতে নৌকাভ্রমণও ফ্রি? ৫০০ দিব।”
মাছওয়ালা নির্লিপ্তভাবে বলল, “১,৮০০, ফাইনাল দাম।”
রফিক ফিসফিস করে বললেন, “শোনেন ভাই, মাছটা দেখে তো মনে হচ্ছে সুখের মুখ দেখেনি। ৮০০ দিব।”
৩০ মিনিট দর কষাকষির পর ৯০০ টাকায় মাছ কিনে রফিক ভাই বিজয়ীর হাসি নিয়ে বাজার থেকে বের হলেন। হাঁটার সময় মাছওয়ালা মুচকি হেসে বলল, “ভাই, এইটা কিন্তু গত সপ্তাহের ইলিশ!” কথাটা কানে যেতেই রফিক ফিরে চিৎকার করে বললেন, “কোন সমস্যা নাই! আমার কড়াইতে সব মাছই টাটকা হয়ে যায়!”

গ্রন্থনা – ইলহাম জামান রূপম