• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমান-ইউলিয়ার ঘনিষ্ঠতা নিয়ে বিয়ের গুঞ্জন

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ণ
সালমান-ইউলিয়ার ঘনিষ্ঠতা নিয়ে বিয়ের গুঞ্জন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বলিউড সুপারস্টার সালমান খান কি অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন? ভক্তদের মনে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি দুবাইয়ে রোমানিয়ান সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের বাবার জন্মদিনে যোগ দিয়েছেন সালমান। ইনস্টাগ্রামে ইউলিয়ার পোস্ট করা ছবিতে দেখা যায়, পুরো আয়োজনটি ছিল পারিবারিক এবং তাতে সালমানের উপস্থিতি যেন নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে। ইউলিয়া ছবির ক্যাপশনে সালমানকে ‘দুই হিরোর একজন’ বলে উল্লেখ করেছেন, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।

ইউলিয়ার সঙ্গে সালমানের সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০১৬ সালে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজপাড়ায় কানাঘুষা চলছিল। তবে সালমানের বিয়ে না করার আগের ঘোষণাগুলো ভক্তদের আশা বারবার ভেঙে দেয়। এবার, ইউলিয়ার বাবার জন্মদিনে সালমানের উপস্থিতি আর তাদের ঘনিষ্ঠতার এই ছবি দেখে ভক্তরা মনে করছেন, হয়তো সালমান এবার বিয়ের জন্য প্রস্তুত।

ভক্তদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে মন্তব্য করেছেন—“অবশেষে জামাই আর শ্বশুর!” অন্য কেউ লিখেছেন, “ভাই আর ভাবি!” সালমান অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এই ঘটনা ভক্তদের মনে আশা জাগিয়েছে, হয়তো সালমানের জীবনের সবচেয়ে প্রত্যাশিত দিনটি খুব কাছেই।