ইউলিয়ার সঙ্গে সালমানের সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০১৬ সালে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজপাড়ায় কানাঘুষা চলছিল। তবে সালমানের বিয়ে না করার আগের ঘোষণাগুলো ভক্তদের আশা বারবার ভেঙে দেয়। এবার, ইউলিয়ার বাবার জন্মদিনে সালমানের উপস্থিতি আর তাদের ঘনিষ্ঠতার এই ছবি দেখে ভক্তরা মনে করছেন, হয়তো সালমান এবার বিয়ের জন্য প্রস্তুত।
ভক্তদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে মন্তব্য করেছেন—“অবশেষে জামাই আর শ্বশুর!” অন্য কেউ লিখেছেন, “ভাই আর ভাবি!” সালমান অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এই ঘটনা ভক্তদের মনে আশা জাগিয়েছে, হয়তো সালমানের জীবনের সবচেয়ে প্রত্যাশিত দিনটি খুব কাছেই।