• ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার নাকি নির্বাচন, এমন বিতর্ক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, মন্তব্য তারেক রহমানের

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫, ২০:৫৫ অপরাহ্ণ
সংস্কার নাকি নির্বাচন, এমন বিতর্ক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, মন্তব্য তারেক রহমানের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কোনও কোনও মহল সংস্কার নাকি নির্বাচন, এমন বিতর্ক তৈরি করছে। এই ধরনের বিতর্ককে বিএনপি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কূটতর্ক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে গণঅভ্যুত্থানের আকাঙ্খা যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। লোভ ও লাভের ঊর্ধ্বে ওঠে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে হবে। এক্ষেত্রে ছাত্র ও তরুণদের ভূমিকা অপরিসীম। এ সময় শিক্ষার্থীরাই জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনে সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে নির্বাচন সবচেয়ে কার্যকর পন্থা। যারা জনগণের আদালতের মুখোমুখি হতে ভয় পায়, তারাই নির্বাচন আয়োজন নিয়ে বাঁধা সৃষ্টি করছে।
অন্তর্র্বতী সরকারকে জনগণের পক্ষের শক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণ এ সরকারের ব্যর্থতা দেখতে চায় না। অন্তর্র্বতী সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। তবে এই সংস্কারের মধ্যে জনগণের দাবি উপেক্ষিত থাকলে মানুষ মুখ খুলতে বাধ্য হবে। এ সময় সংস্কারকে অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া হিসেবেও উল্লেখ করেন তিনি।/আরএইচ