শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫, ১৯:৪৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। কারণ এর সাথে আমাদের স্বার্থ জড়িয়ে আছে।
বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ইস্যু ছাড়াও দুই দেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাব। এ সময় গঙ্গা পানিবন্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গেছে। এ অবস্থায়র রোহিঙ্গা সংকট সমাধান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।