বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের মত আবারও দুর্ভাগ্যজনকভাবে বিএনপিকে ভাঙ্গার চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু এ চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেন তিনি । বুধবার (১ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অতি দ্রুত নির্বাচন আয়োজন করে দেশকে সংকট থেকে মুক্ত করতে হবে। কারণ একমাত্র রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারই সংকট সমাধান করতে পারে। এ সময় ন্যূনতম নির্বাচনকেন্দ্রীক সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,
বিএনপিও সংস্কার চায় জানিয়ে তিনি বলেন, যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা ইতিহাস ভুলে গেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংস্কার থেকে বিএনপির জন্ম হয়েছে। তবে সংস্কারের নাম করে গণতন্ত্র বিঘ্নিত হতে দিতে চাই না।