• ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পেটে জীবাণু ভারসাম্যহীন হলে হতে পারে ৭০টি দীর্ঘস্থায়ী রোগ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ণ
পেটে জীবাণু ভারসাম্যহীন হলে হতে পারে ৭০টি দীর্ঘস্থায়ী রোগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
যুক্তরাজ্যের দ্য গাট হেলথ ডক্টর নামেও পরিচিত  চিকিৎসক ভারতের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. ভেঙ্কটরামন কৃষ্ণ বলেছেন, অন্ত্রে জীবাণুর ভারসাম্যহীনতা দেখা দিলে ৭০টিরও বেশি বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। এরমধ্যে রয়েছে হৃদরোগ ও শ্বাসযন্ত্রজনিত অসুস্থতা। সেইসাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অটোইমিউন রোগও হতে পারে।
আমাদের শরীর রোগ প্রতিরোধ করার ইমিউন কোষগুলোর প্রায় ৭০ শতাংশ আমাদের অন্ত্রে বাস করে এবং এই কোষগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের সাথে প্রতিনিয়ত সংযুক্ত থাকে। বলেছেন ডা. রসি। এই কারণেই “যেসব মানুষের অন্ত্রের স্বাস্থ্য ভালো তাদের ইমিউন সিস্টেম স্বাভাবিক থাকে বলেই মনে হয়”, তিনি যোগ করেন।
২০১৮ সালে আমেরিকান গাট প্রজেক্ট পরিচালিত এক গবেষণার পর, বিশেষজ্ঞরা অন্ত্রে মাইক্রোবায়োমের বৈচিত্র্য বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন উদ্ভিজ্জ খাবার খাওয়ার পরামর্শ দিতে শুরু করেছেন। এর মধ্যে শুধু ফল ও সবজিই নয় বরং বীজ, মশলা আর বাদামও রয়েছে। ডা. রসি পরামর্শ দিয়েছেন, খাবারের রেসিপিতে ছোট ছোট অদলবদল করলে এবং বাজার থেকে বিভিন্ন প্রজাতির ফল কিনলে এই বৈচিত্র্য আনা সম্ভব।