• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চার সংস্কার কমিশনের প্রতিবেদন পেল প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ১৫:১৫ অপরাহ্ণ
চার সংস্কার কমিশনের প্রতিবেদন পেল প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে চারটি সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধানরা পৃথকভাবে এসব প্রতিবেদন উপস্থাপন করেন। সরকারের পক্ষ থেকে বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনগুলোর সারমর্ম প্রকাশ করা হবে বলে জানা গেছে।
গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের মধ্যে চারটি তাদের কাজ শেষ করে আজ প্রতিবেদন জমা দিয়েছে। সংশ্লিষ্ট কমিশনগুলো বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন, আইনসভা, দুর্নীতির রাশ টেনে ধরা এবং বিচার বিভাগের সংস্কারের সুপারিশ প্রণয়ন করেছে। সরকারের মতে, এসব প্রস্তাব রাষ্ট্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, সংস্কারের উদ্দেশ্য শুধু রাষ্ট্রীয় সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা নয়, বরং ভবিষ্যতে কোনও কর্তৃত্ববাদী শাসক যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করা। তিনি আশ্বাস দেন, সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাকী কমিশনগুলোর প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে।