• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগ বাড়াতে এক প্ল্যাটফর্মে সবাইকে চাইলেন প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ১৮:৫০ অপরাহ্ণ
বিনিয়োগ বাড়াতে এক প্ল্যাটফর্মে সবাইকে চাইলেন প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সব বিনিয়োগ প্রচার সংস্থাকে এক প্ল্যাটফর্মে আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়ংওন করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান। কিহাক সুংয়ের দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান বাংলাদেশে সর্ববৃহৎ রফতানিকারক হওয়ায় দেশটির বিনিয়োগকারীদের আরও আগ্রহী করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
প্রধান উপদেষ্টা জানান, কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) জমি সমস্যার সমাধান আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে করা হবে। তিনি আশা প্রকাশ করেন, কেইপিজেড বাংলাদেশের জন্য একটি মডেল হবে যা বৃহৎ বিনিয়োগ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। এ সময় কিহাক সুং দেশের বর্তমান বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং চট্টগ্রাম বন্দরের ধীর গতির সমস্যা সমাধানের ওপর জোর দেন, যা বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের অর্ডার প্রক্রিয়ায় বাধা তৈরি করছে।
প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে কার্যক্রম দ্রুততর করতে গ্রিন চ্যানেল চালুর ঘোষণা দেন, যা দেশের রফতানি কার্যক্রমে গতি আনবে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকার যে দ্রুত পদক্ষেপ নিচ্ছে, তা ব্যবসায়িক পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।