• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেব: হাসনাত আবদুল্লাহ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ণ
ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেব: হাসনাত আবদুল্লাহ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বারবার বলছি, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে। তাদের পক্ষে যেসব মিডিয়াপাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসেবে যুক্ত হয়েছেন, সেটি ফ্যাসিবাদের পক্ষে যোগ হয়েছে। ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে, আমরা সে কলমগুলো ভেঙে দেব। ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে, সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।
মঙ্গলবার(১৪ জানুযঅরি) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আবদুল্লাহ বলেন, বারবার বলে আসছি, আমাদের তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, পরবর্তী সময়ে যারাই নীতিনির্ধারণের ফোরামে আসবেন, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। তিনি বলেন, আমাদের হারানোর কিছুই নেই। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে কি না, সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ৫ আগস্ট। হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৭২-এর সংবিধানের প্রয়োজন নেই। কিছু দলের নেতাদের সংবিধানপ্রীতি বেড়েছে। তারা চাঁদাবাজি ও লুটপাট করে যাচ্ছে।