সম্প্রতি যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে একটি বিভ্রান্তিকর দাবি সামাজিক মাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকে বিভিন্ন গ্রাফিক কার্ড এবং পোস্টে বলা হচ্ছে, টিউলিপকে ব্রিটিশ দুর্নীতিবিরোধী কার্যালয়ের পদ থেকে অপসারণ করা হয়েছে। কিন্তু সত্য যাচাই করলে দেখা যায়, এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। মূলত, ব্রিটিশ সংবাদমাধ্যমে বলা হয়েছে বিরোধী দলের এমপিরা টিউলিপের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন এবং তাকে ওই পদ থেকে অপসারণের আহ্বান করেছেন। তবে কোথাও তাকে অপসারণের খবর নিশ্চিত করা হয়নি।
দেশের কিছু গণমাধ্যমের ভুল শিরোনাম এই বিভ্রান্তি আরও বাড়িয়েছে। একুশে টেলিভিশন এবং দৈনিক ইনকিলাবের শিরোনাম ও ফেসবুকে প্রকাশিত গ্রাফিক কার্ডে দাবি করা হয়েছে টিউলিপকে অপসারণ করা হয়েছে। তবে তাদের প্রতিবেদনগুলোতে ডেইলি মেইলের বরাত দিয়ে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে অপসারণের দাবি তুলেছে ব্রিটিশ বিরোধী দল। এই ভুল শিরোনাম এবং গ্রাফিক কার্ডের কারণে গুজবটি আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নতুন নয়। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে দুদক। টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে তিনি এবং তার দল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তবে বিভ্রান্তিকর শিরোনাম ও গুজবের কারণে টিউলিপকে নিয়ে চলমান বিতর্ক আরও জটিল আকার ধারণ করেছে।