• ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঊনসত্তরের গণঅভ্যুত্থান জাতীয় জীবনে এক অনন্য মাইলফলক : তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১৭:৩০ অপরাহ্ণ
ঊনসত্তরের গণঅভ্যুত্থান জাতীয় জীবনে এক অনন্য মাইলফলক : তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসার এক অনন্য অধ্যায়। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেসবুকে এক বার্তায় তিনি উল্লেখ করেন, এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল নাগরিক স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র এবং মত প্রকাশের অধিকার পুনঃপ্রতিষ্ঠা। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান কেবল সামরিক স্বৈরশাসকের পতন নয়, বরং এটাই স্বাধীনতার পথকে মসৃণ করেছিল।
তারেক রহমান গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “গণঅভ্যুত্থানের তাৎপর্য আমাদের জাতীয় জীবনে অপরিসীম। এটি স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ জানিয়ে মানুষকে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। ২৪ জানুয়ারি কেবল একটি তারিখ নয়, বরং এটি আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, যা জাতীয় জীবনে গণতন্ত্রের গুরুত্ব বারবার স্মরণ করিয়ে দেয়।”
তিনি দেশের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে পারি।”