• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষায় এখনো কীসের কোটাঃ সারজিস

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৫:৫০ অপরাহ্ণ
পরীক্ষায় এখনো কীসের কোটাঃ সারজিস
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটার আসন বরাদ্দ নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম প্রশ্ন তুলেছেন এই ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে। রোববার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লেখেন, “ভর্তি পরীক্ষায় এখনো কিসের কোটা? আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে।” তার এই বক্তব্যে সমর্থন জানিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা গেছে, এবার বিভিন্ন কোটায় ৩০৮টি আসন বরাদ্দ রয়েছে। তবে কম নম্বর পেয়ে কোটার মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে। কোটা ব্যবস্থা নিয়ে ছাত্রসমাজ এবং নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে, বর্তমান প্রতিযোগিতার যুগে মেধার মূল্যায়ন করা জরুরি। ছাত্র-জনতার আন্দোলনের পরও কেন এই কোটা ব্যবস্থা বহাল রয়েছে, তা নিয়েও চলছে ব্যাপক সমালোচনা।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে কোটা ব্যবস্থার অজুহাতে মেধাবী শিক্ষার্থীদের প্রাপ্যতা বঞ্চিত করা হচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, কোটা না থাকলে যোগ্য এবং মেধাবীরা আরও বেশি সুযোগ পেত। সারজিস আলমের বক্তব্যকে কেন্দ্র করে এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের জবাবদিহি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।