• ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালেন জাতিসংঘ মহাসচিব

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ১৫:০২ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালেন জাতিসংঘ মহাসচিব
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসে বেশ কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন, শুক্রবার (১৪ মার্চ), তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, বাংলাদেশের অতিথিপরায়ণতা এবং উষ্ণ অভ্যর্থনায় তিনি অভিভূত। তিনি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাতিসংঘের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে আহ্বান জানান।
বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। সেখানে তারা নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। এরপর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে হাজারো শরণার্থীর সঙ্গে ইফতারেও অংশ নেন। সাত বছর পর জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।