• ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সংবিধান সংস্কারে গণপরিষদ জরুরি: নাহিদ ইসলাম

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১৫:৫৭ অপরাহ্ণ
সংবিধান সংস্কারে গণপরিষদ জরুরি: নাহিদ ইসলাম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান টেকসই করতে হলে তা গণপরিষদের মাধ্যমেই সংস্কার করতে হবে। শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় এবং সংস্কার কমিশনের প্রধানরা নিজেদের সুপারিশ তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার একটি গণ-অভ্যুত্থানের পর গঠিত হয়েছে, তাই সংবিধান ও বিচারব্যবস্থার মৌলিক সংস্কার এখনই প্রয়োজন। তিনি বলেন, “সংবিধান সংস্কারের জন্য পার্লামেন্ট নয়, বরং গণপরিষদ দরকার। না হলে এটি দীর্ঘস্থায়ী হবে না।” এ বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য নিশ্চিত করতে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, “আমরা নির্বাচনকে শুধু একটি সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখি। সঠিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনই ফলপ্রসূ হবে না।” মতপার্থক্য একটাই—সংস্কারের কোন অংশ আগে হবে আর কোনটি পরে। জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি জানান, বিচারব্যবস্থার সংস্কারে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।