• ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিচারহীনতায় বেড়েছে অপরাধ, বললেন জামায়াত আমির

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১৫:১৫ অপরাহ্ণ
বিচারহীনতায় বেড়েছে অপরাধ, বললেন জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশে বিচারহীনতা আর বিদেশি সংস্কৃতির প্রভাবের কারণে সামাজিক অবক্ষয় চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বাড়ছে মূলত আইনের দুর্বল প্রয়োগের কারণে। এ থেকে মুক্তি পেতে হলে ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘কোরআনের আইন বাস্তবায়ন হলে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। ধর্ষণের বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে—৯১তম দিন যেন না আসে।’ তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নৈতিক অধঃপতনের জন্য বিচারহীনতা ও অশ্লীল সংস্কৃতির প্রসার দায়ী।
এসময় নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর আগে হেলিকপ্টারে করে মাগুরায় পৌঁছান জামায়াত আমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।