রাজধানীর মোহাম্মদপুরে খুন, ডাকাতি ও বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা শহরের মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ একাধিক পয়েন্টে অবস্থান নিয়ে আসামিদের আটক করতে সক্ষম হয়।
ডিএমপি’র মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত পাঁচজন হলেন: আব্দুল্লাহ (২৮), ইসমাইল (২২), কামাল (৬০), রাফি (২৮), এবং মুজাহিদ (২৭)। তাদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একজন আসামি ছিল জিআর পরোয়ানাভুক্ত, একজন ডিএমপি মামলার আসামি, একজন ডাকাতি মামলায় অভিযুক্ত, একজন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার, এবং একজন খুনের মামলায় অভিযুক্ত।
এদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ডিএমপি’র মোহাম্মদপুর থানার পুলিশ অভিযানে সফলতা অর্জন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করার জন্য কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।