ষড়যন্ত্রে নয়, বিচারে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ : হাসনাত
দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ষড়যন্ত্র করে আন্দোলন থামানো যাবে না—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। শনিবার (১০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি লিখেন, “আপনি আমাদের যেকোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন। এসব ষড়যন্ত্র বা ট্যাগিং আমাদের দমাতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।”
এর আগে আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে আরেকটি পোস্টে হাসনাত জানান, বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত এবং সারাদেশের জুলাই স্পটে অবস্থান কর্মসূচি পালন করা হবে। গত বৃহস্পতিবার রাতে যমুনা রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির নেতৃত্বে কর্মসূচি শুরু হয়। পরদিন শুক্রবার সকালের সমাবেশে হাসনাত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। বিকেলে তিনি ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন, যেখানে হাজারো মানুষ রাজপথে বসে পড়েন।
এই আন্দোলনের নেতৃত্বে ছাত্র ও তরুণরা তিনটি মূল দাবি উত্থাপন করেছে: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচার নিশ্চিতকরণ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন। নেতারা বলছেন, এই তিন দফা দাবির ভিত্তিতেই তারা রাজপথে নেমেছে, আর পিছু হটার কোনো পথ নেই।