ফেব্রুয়ারির নির্বাচন বানচালে ‘মাস্টারপ্ল্যান’, প্রশ্ন রিজভীর
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ১৮:০৯ অপরাহ্ণ
ফাইল ছবি
সংবাদটি শেয়ার করুন...
দখিথনের সময় ডেস্ক:
নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচালে মাস্টারপ্ল্যান অনুযায়ী কি কোনো কাজ হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে! তিনি আরও বলেন, সম্প্রতি একজন ছাত্রনেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে, যা সাধারণ মানুষকে ভীত ও প্রশ্নবিদ্ধ করছে। তিনি অব্যবস্থাপনা ও সন্ত্রাস বৃদ্ধির ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন করে, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার’তো নিরপেক্ষ সরকার। এই সময়ে এত সন্ত্রাসীদের উত্থান কেন ঘটবে? আজ পাড়ায়-মহল্লায় এত সন্ত্রাসী বিস্তৃত হয়েছে, এটা কিসের জন্য? এমন ঘটনা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। নানা কথা মানুষ নানাভাবে বলছে। কোথা থেকে তারা, এই সন্ত্রাসীরা এত রাজত্ব করছে?
রিজভী বলেন, এখনতো সাধারণ মানুষের আরো শান্তিপূর্ণ সময়ের মধ্যে বসবাস করার কথা। এটাতো শেখ হাসিনার আমল নেই, টাকা লুটের আমল নেই কিংবা সন্ত্রাসীদের রাজত্ব করার আমল নেই। বিশ্বজিৎকে গুলি করে হরতালকে ভঙ্গ করার সেই দৃষ্টান্ত থাকার কথা নয়। এটার জন্যই তো প্রায় ১৬ বছর ধরে আমরা নিরবচ্ছিন্ন আন্দোলন করেছি। একটি শান্তিময় সমাজ যেখানে নির্বিঘ্নে নিজের সন্তান স্কুলে যাবে এবং স্কুল থেকে নিরাপদে নিজ গৃহে প্রত্যাবর্তন করবে। এটাই তো ছিলো মানুষের স্বপ্ন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শঙ্কা প্রকাশ করে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন ১২ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা মাঝে মাঝেই অডিওতে খবর পাই, অডিও শুনি আমরা। যিনি দিল্লিতে বসে আছেন, এ দেশের সাবেক এক পতিত প্রধানমন্ত্রী, তিনি প্রতিশোধ নেওয়ার কথা প্রতিনিয়ত বলছেন। কারা এই প্রতিশোধেরই কি বহিঃপ্রকাশ?