চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে আরেকটা ৫ আগস্ট হবে: জামায়াতের হুশিয়ারী
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ২১:৫৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুশিয়ারী উচ্চারণ করেছেন, চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরে আসবে! সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। তবে চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরে আসবে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর আমরা দেখেছি। আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে। মানুষ বলে আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ। কোনো ইসলামি দল চাঁদাবাজিতে জড়িত না৷ ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে জিততে চাচ্ছে৷ এই বাংলাদেশে তা আর হবে না। ভোটের পাহারাদার হিসেবে আমরা লড়ব। জনগণ পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না। তিনি বলেন, কেউ কেউ ৭২ এর সংবিধান কামড় দিয়ে থাকতে চায়। কেউ যদি এর পক্ষে কথা বলে সে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবে। যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ভালোবাসে তারা ভুলেও ৭২ এর সংবিধান এর কথা বলবেন না। ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছি তা আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
এছাড়াও দাবি উপস্থাপনের পাশাপাশি আগামী নির্বাচনের নানা প্রস্তুতি ও প্রত্যাশার কথা উঠে আসে ৮ দলের নেতাদের বক্তব্যে। একইসঙ্গে দল-মতের ঊর্ধ্বে উঠে অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার কথাও জানান তারা।