• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরাজমান পুলিশ দিয়ে আগামী নির্বাচন সামলানো কঠিন

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫, ২০:১৫ অপরাহ্ণ
বিরাজমান পুলিশ দিয়ে আগামী নির্বাচন সামলানো কঠিন
সংবাদটি শেয়ার করুন...
আলম রায়হান:
বলাবাহুল্য, ক্ষণে ক্ষণে পুলিশের উইকেট ফেলে দেওয়ার কাণ্ডে পুলিশের ওপরমহলে আতঙ্ক বাড়ে। আর যে কোনো বাহিনীই তো ওপরের দ্বারাই চালিত হয়। ওপরের লেভেলেই যদি আতঙ্ক ও অনিশ্চয়তা থাকে, তাহলে তা দিয়ে কি কমান্ড চলে? এ বিষয়টি আর কেউ ভালো না বুঝলেও নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত খোদা বকশ চৌধুরী বুঝবেন। তিনি র‌্যাবের ডিজি ও পুলিশের আইজি ছিলেন এবং সরকারের জুলুম যে কোন মাত্রার হতে পারে, তা নিজেও ভোগ করেছেন হাসিনা সরকারের আমলে। প্রশ্ন হচ্ছে, তার জন্যও কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভূমিকা পালনের পরিবেশ প্রত্যাশিত মাত্রায় নেই?
এদিকে বলা হয়, মাঠের পুলিশের নেতৃত্বে যারা আছেন, তাদের কেউ কেউ উটপাখির কৌশলে কোনোরকম টিকে থাকার চেষ্টা করছেন। নিজ নিয়ন্ত্রণে থাকা ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পান না। কনস্টেবলের ব্যাপারেও না। যেমন, মাস দুই আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের খোদ কমিশনারের কাছে এক কনস্টেবলের গুরুতর অসদাচরণের বিষয়ে লিখিতভাবে প্রতিকার চেয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে জানা গেছে। ভুক্তভোগী জনৈক সিনিয়র সাংবাদিক। এটি বিস্ময়কর ঘটনা। এরপর যা জানা গেছে, তা আরও বিস্ময়কর। সব মিলিয়ে বলা যায়, বিরাজমান পুলিশ দিয়ে আগামী জাতীয় নির্বাচন সামলানো হয়তো কঠিন হবে। এদিকে নির্বাচন তো হতেই হবে। যার সময়সীমা ঘেষিত হয়েছে গত ৫ আগস্ট।
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
# দৈনিক কালবেলায় প্রকাশিত, ১৮ আগস্ট ২০২৫। শিরোনাম, ‘নির্বাচনী ট্রেন প্রসঙ্গে কিছু কথা’