ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে এবার সবচেয়ে আলোচিত মুখ হয়ে উঠেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থী তাহমিনা আক্তার। তার ঘোষিত সাত দফা ইশতিহারে দলীয় আধিপত্যমুক্ত ক্যাম্পাস, পরীক্ষা ফি বাতিল, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় সংসদের দুই-তৃতীয়াংশ তহবিল বরাদ্দ, কোটা প্রথা বাতিল, আবাসিক হল ও শিক্ষক সংখ্যা বৃদ্ধি এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি উঠে এসেছে।
তাহমিনা আক্তার বলেন, “জীবিত হলে মানবসত্তা—জীবিত হবে মানবজীবন। জীবিত হলে মানবতার রাজনীতি—জীবিত হবে মানবতা।” শিক্ষার্থীদের অনেকে মনে করছেন, নির্বাচন সুষ্ঠু হলে তাহমিনা আক্তার ভিপি পদে বড় চমক দিতে পারেন।