• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ণ
বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের মোংলায় বাসে অভিযান চালিয়ে এ কচ্ছপ ‍উদ্ধার করে কোস্টগার্ড।  রোববার (৩০ নভেম্বর) সকালে কোস্টগার্ড স্টেশন রূপসা টোল প্লাজাসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ওই কচ্ছপগুলো উদ্ধার করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, সকালে কোস্টগার্ড স্টেশন রূপসা টোল প্লাজাসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় বাসচালক ও হেলপারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ওই কচ্ছপগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশে ওই বাসে বহন করা হচ্ছিল। উদ্ধার হওয়া কচ্ছপ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্টগার্ড।