• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

`একদিন মাছও আমাদের কপাল থেকে হারিয়ে যেতে পারে’

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ণ
`একদিন মাছও আমাদের কপাল থেকে হারিয়ে যেতে পারে’
সংবাদটি শেয়ার করুন...

আলম রায়হান:

আমাদের বাকপটু পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন নিয়ে এত বচন প্রদান করার পরও পলিথিনের আগ্রাসন ঠেকানো তো দূরের কথা, বিন্দুমাত্র কমেছে বলেও তো মনে হয় না। বরং কোনো কোনো ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা পলিথিনের বিরুদ্ধে অভিযান চালাতে ভয় পান বলে জানা গেছে।

শুধু তাই নয়, বৃক্ষচারা উৎপাদনে বন বিভাগ নিজেই পলিথিন ব্যবহার করে! অথচ বন উপদেষ্টা পলিথিনের বিরুদ্ধে গলাবাজি করেই যাচ্ছেন। সেই উক্তি স্মরণীয়—‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’ এরপরও আশার কথা হচ্ছে, হাওর অঞ্চলে মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষার জন্য কৃষি খাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ/সীমিতকরণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টাকে আহ্বায়ক করে ২৯ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং একই ফরম্যাটে কমিটি গঠন করা হয়েছে জেলা ও উপজেলা পর্যায়েও। এ প্রসঙ্গে প্রশ্ন দুটি—এক. এ ধরনের কমিটির পাস্ট রেকর্ড কী? দুই. কেবল হাওরাঞ্চলে কেন, নয় কেন পুরো দেশ?

সর্বশেষ প্রধান উপদেষ্টার বাণীময় ১৮ আগস্টের বক্তব্য চেতনা ও কর্মে ধারণ করা প্রয়োজন। তিনি বলেছেন, ‘প্রকৃতির প্রতি নির্দয় আচরণ অব্যাহত থাকলে একদিন মাছও আমাদের কপাল থেকে হারিয়ে যেতে পারে।’ এ সময় মাছকে প্রধান উপদেষ্টা আমাদের জন্য আল্লাহর দান হিসেবে উল্লেখ করেছেন। তিনি যা বলেননি তা হচ্ছে, মাছসহ আল্লাহর অনেক নেয়ামতকে পায়ে ঠেলছি আমরা!

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক

 # দৈনিক কালবেলায় প্রকাশিত, ২৮//২০২৫, শিরোনাম, “আমরা কি শকুনের পথে হাঁটছি!”