• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় গ্রেপ্তার ৪১৩

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৬, ২০২১, ০৩:০৬ পূর্বাহ্ণ
রাজধানীতে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় গ্রেপ্তার ৪১৩
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক ।।

কঠোর লকডাউনের পঞ্চমদিনে (০৫/০৭/২০২১) সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৪১৩ জনকে গ্রেপ্তার করার পাশপাশি ২৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৯৮ হাজার ৪৫০ টাকা জরিমানাসহ ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

সোমবার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, লকডাউন অমান্য করায় রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় ৪১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২৪৩ জনকে। এছাড়া সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৫২৬টি গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাললা দিয়ে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।