বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, ১৪ টি বছর, সময়টা খুব বেশি নয় আবারো কমও নয়। আমরা শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পন করেছি। কৈশোরে মধ্যে যে তেজ উদ্দীপ্ত থাকে, যে কর্মস্পৃহা থাকে, যে স্বপ্ন থাকে সেগুলো আমাদের মাঝে আছে।
মহানগর পুলিশের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার নগরের বান্দরোডস্থ অফিসার্স মেস চত্বরে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) । মহামারি করোনার সংক্রমনের কারনে সংক্ষিপ্ত আকারের এ অনুষ্ঠানে তিনি আরো বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটা কমিউনিটি আছে।
বিএমপি কমিশনার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের সেবার মান বৃদ্ধির জন্য অনেক জনসম্পৃক্তমূলক কর্মসূচি চলছে। বিশেষ করে জনগনকে সম্পৃক্ত করার জন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রম সেটাকে নিবিরভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এই কমিউনিটি শান্তি শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে দেশপ্রেমিক, আইন মান্যকারী এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে। মহানগর পুলিশের পক্ষ থেকে ওই কর্মসূচি মহামারি করোনার কারণে সীমিত আকারে রয়েছে। তিনি বলেন, মহানগর পুলিশের ৯৭ টি বিটের কার্যক্রম চালু রয়েছে। যারমধ্যে সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ২ টি এবং প্রতি ইউনিয়নে ৩ টি করে বিট চালু করা হয়েছে। এরমধ্যে সিংহভাগ বিটের অফিস চালু করা হয়েছে।
পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ওপেন হাউজ ডেসহ বিভিন্ন কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সভাগুলোতে পুলিশের জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করার কল্পে এবং পুলিশের অনিয়ম-ব্যপ্তয় ও অন্যান্য হয়রানিমূলক কাজকে চিরতরে বন্ধ করার জন্য সরাসরি জনগনের অভিযোগ-অনুযোগ শোনা হয়। সেখানে সিনিয়র পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে সেবা কার্যক্রম জনগনের মাঝে পৌছে দেয়ার চেষ্টা করে। ‘মুজিবর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’- এই অঙ্গীকার বাস্তবায়নে প্রানান্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত নির্ভেজাল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে মহানগর পুলিশ কয়েকধাপ এগিয়ে সামনে থেকে দৃষ্টান্ত স্থাপন করবে সেই ব্রত, কমিটমেন্ট থাকতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) আবু রায়হান মোঃ সালেহ, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপস্ এন্ড প্রসিকিউশন) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) খান মুহাম্মদ আবু নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।