• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি বাসা বরাদ্দেও বিশাল বানিজ্য, দুই কর্মকর্তা বরখাস্ত

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ণ
সরকারি বাসা বরাদ্দেও বিশাল বানিজ্য, দুই কর্মকর্তা বরখাস্ত

রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইন

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সরকারি বাসা বরাদ্দে অনিয়ম, ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরখাস্তকৃতরা হলেন— সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী ও সহকারী পরিচালক বিলাল হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলেছে, চাকরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ করা, ডি-১ ও ডি-২ শ্রেণীর বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে বড় অঙ্কের ঘুষ দাবি করা ও চলতি বছরের ৭ সেপ্টেম্বর বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালনে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপপরিচালক রাশেদের বিরুদ্ধে সরকারি বাসা বরাদ্দে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হওয়ার অভিযোগ করা হয়।
তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিতে বহাল থাকলে তারা আরও বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন।
এতে আরও বলা হয়, অফিস আদেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ দাবি করাসহ নানা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হলো।