এস এম রুহুল আমিনসহ অতিরিক্ত আইজিপি হলেন ৬ কর্মকর্তা
দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০, ২৩:২৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার ॥
এসএম রুহুল আমিনসহ অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের ৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হচ্ছেন, এস এম রুহুল আমিন, মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, মল্লিক ফখরুল ইসলাম, মো. কামরুল আহসান, মাজহারুল ইসলাম ও খন্দকার গোলাম ফারুক।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পুলিশ সদর দফতর, হাইওয়ে পুলিশ ইউনিট, এন্টি টেরোরিজম ইউনিট, এসবি ও বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত আছেন। এদের মধ্যে এস এম রুহুল আমিন বরিশাল মেট্রোপলিটান পুলিশের কমিশনার ছিলেন। তার আমলেই বিএমপি জনপ্রিয় ভিত্তি লাভ করে। বরিশালের মানুষ এখনো তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।