Home অন্যান্য প্রশাসন দূর্নীতি মুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনসাধারনকে একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে:...

দূর্নীতি মুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনসাধারনকে একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে: বিএমপি কমিশনার

নাদিম মাহমুদ ॥

বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেছেন, সামাজিক শাসকরা তাদের শাসন থেকে পিছিয়ে পরলে পুলিশের একার পক্ষে সকল বিষয়ে সুষ্ঠ সমাধান দেয়া সম্ভব নয়। তাই পুলিশের পাশাপাশি সমাজের সকলকে সমাজের উন্নয়নে কাজ করতে হবে। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে কোতয়ালী মডেল থানা চত্বরে কোতয়ালী থানার আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান এই কথা বলেন। সমাজে সকল মানুষের পুলিশের সেবা পৌঁছে দিতে এবং সঠিক সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই কার্য সঠিক ভাবে সমাজের প্রান্তিক মানুষ পর্যন্ত পৌছে দিতে কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি বিট পুলিশিং এর ৪৫টি কার্যালয় স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে পুলিশের সেবা জনগনের দোর গোড়ায় যাচ্ছে।

ওপেন হাউজ ডে তে উপস্থিত সকল সমস্যা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে ওপেন হাউজ ডে তে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সমাজকে সুন্দর করার দায়িত্ব শুধু পুলিশের নয়, সমাজকে সুন্দর করার দায়িত্ব সমাজের সকলের। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সকলের স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকের সন্তানদেরকে তাদের নিজ নিজ শাসনে রাখার পরামর্শ দেন কমিশনার। তিনি বলেন, আপনাদের সন্তান কার সাথে মিশে, কোথায় যায়, কখন বাসায় ফিরে এই সকল বিষয়ে খেয়াল রাখা আপনাদের দায়িত্ব। কোন অবস্থাতেই সন্তান রাত্রে বাসার বাইরে থাকতে না পারে, এই ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহন করতে হবে। তিনি আরও বলেন, আপনাদের এই ছোট ছোট পদক্ষেপই আপনাদেরকে একদিন বড় সমস্যার হাত থেকে রক্ষা করবে।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, তিনি বলেন কমিশনার সকল ভুক্তভুগির কথা খুব মনযোগ এবং ধৈর্য সহকারে শোনেন ও সমাধান প্রদান করে থাকেন যা আমাদের জন্য শিক্ষনীয়। সকলকে তার এই গুনে গুনান্বিত হয়ে সকল সমস্যার সমাধান করার জন্য অনুপ্রাণিত করেন। কমিশনারের এই মহান মানসিকতার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মো: রাসেল হোসেন (এসি) বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আজ এই বছরের শেষ ওপেন হাউজ ডে। এই বছরের সকল অভিযোগগুলো আমরা এই বছরের মধ্যে নিস্পত্তি করতে চাই। নতুন বছর আমরা নতুন ভাবে আমরা উদযাপন করতে চাই। অভিযোগ কৃত সকল সমস্যাগুলো দ্রুত নিস্পত্তি করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments