• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দূর্নীতি মুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনসাধারনকে একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে: বিএমপি কমিশনার

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০, ১৭:১০ অপরাহ্ণ
দূর্নীতি মুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনসাধারনকে একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে: বিএমপি কমিশনার
সংবাদটি শেয়ার করুন...

নাদিম মাহমুদ ॥

বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেছেন, সামাজিক শাসকরা তাদের শাসন থেকে পিছিয়ে পরলে পুলিশের একার পক্ষে সকল বিষয়ে সুষ্ঠ সমাধান দেয়া সম্ভব নয়। তাই পুলিশের পাশাপাশি সমাজের সকলকে সমাজের উন্নয়নে কাজ করতে হবে। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে কোতয়ালী মডেল থানা চত্বরে কোতয়ালী থানার আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান এই কথা বলেন। সমাজে সকল মানুষের পুলিশের সেবা পৌঁছে দিতে এবং সঠিক সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই কার্য সঠিক ভাবে সমাজের প্রান্তিক মানুষ পর্যন্ত পৌছে দিতে কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি বিট পুলিশিং এর ৪৫টি কার্যালয় স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে পুলিশের সেবা জনগনের দোর গোড়ায় যাচ্ছে।

ওপেন হাউজ ডে তে উপস্থিত সকল সমস্যা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে ওপেন হাউজ ডে তে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সমাজকে সুন্দর করার দায়িত্ব শুধু পুলিশের নয়, সমাজকে সুন্দর করার দায়িত্ব সমাজের সকলের। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সকলের স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকের সন্তানদেরকে তাদের নিজ নিজ শাসনে রাখার পরামর্শ দেন কমিশনার। তিনি বলেন, আপনাদের সন্তান কার সাথে মিশে, কোথায় যায়, কখন বাসায় ফিরে এই সকল বিষয়ে খেয়াল রাখা আপনাদের দায়িত্ব। কোন অবস্থাতেই সন্তান রাত্রে বাসার বাইরে থাকতে না পারে, এই ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহন করতে হবে। তিনি আরও বলেন, আপনাদের এই ছোট ছোট পদক্ষেপই আপনাদেরকে একদিন বড় সমস্যার হাত থেকে রক্ষা করবে।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, তিনি বলেন কমিশনার সকল ভুক্তভুগির কথা খুব মনযোগ এবং ধৈর্য সহকারে শোনেন ও সমাধান প্রদান করে থাকেন যা আমাদের জন্য শিক্ষনীয়। সকলকে তার এই গুনে গুনান্বিত হয়ে সকল সমস্যার সমাধান করার জন্য অনুপ্রাণিত করেন। কমিশনারের এই মহান মানসিকতার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মো: রাসেল হোসেন (এসি) বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আজ এই বছরের শেষ ওপেন হাউজ ডে। এই বছরের সকল অভিযোগগুলো আমরা এই বছরের মধ্যে নিস্পত্তি করতে চাই। নতুন বছর আমরা নতুন ভাবে আমরা উদযাপন করতে চাই। অভিযোগ কৃত সকল সমস্যাগুলো দ্রুত নিস্পত্তি করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।