• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আত্মহত্যা কমাতে জাপানে ‘নিঃসঙ্গ মন্ত্রী’ নিয়োগ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ
আত্মহত্যা কমাতে জাপানে ‘নিঃসঙ্গ মন্ত্রী’ নিয়োগ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

আত্মহত্যা কমাতে জাপানে ‘নিঃসঙ্গ মন্ত্রী’ নিয়োগ দেয়া হয়েছে। এক বছর আগে করোনা ভাইরাস হানা দেওয়ার পর থেকেই জাপানি নারীরা মানসিক অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় দেশটিতে ‘নিঃসঙ্গ মন্ত্রী’ নিয়োগ দেয়া হলো। এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যে এই পদে প্রথমবারের মতো মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছিল।

গত বছর কেবল অক্টোবরেই জাপানে ৮৮০ জন নারী আত্মহত্যা করেছেন। এই সংখ্যা ২০১৯ সালের থেকে ৭০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। গত ১১ বছরের মধ্যে এখন দেশটিতে আত্মহত্যার পরিমাণ বেশি। মানুষের মানসিক স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করে জাপান নিঃসঙ্গ বা একাকীত্ব মন্ত্রী নিয়োগ করেছে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্য তেতসুশি সুকামোটোর নাম জানিয়েছেন। তেতসুশি দেশের জন্মের হার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এর পাশাপাশি তিনি এখন একাকীত্ব ও নিঃসঙ্গ মোকাবিলায় সরকারি নীতির তদারকিও করবেন। নতুন মন্ত্রীকে প্রধানমন্ত্রী সুগা বলেছেন, বিশেষ করে নারীরা নিঃসঙ্গতায় ভুগছেন এবং আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। আমি চাই আপনি বিষয়টি পরীক্ষা করে দেখুন এবং একটি বিস্তৃত কৌশল পেশ করুন।