• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে জোড়া খুন, জানা গেছে চাঞ্চল্যকর তথ্য

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ণ
মোহাম্মদপুরে জোড়া খুন, জানা গেছে চাঞ্চল্যকর তথ্য

খুনী গৃহপরিচারিকা আয়েশা

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানাগেছে। নেপথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। হত্যার পর স্কুলড্রেস পরে পালিয়ে যায় খুনী গৃহপরিচারিকা আয়েশা। ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে মা-মেয়েকে হত্যার ঘটনায় বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে তার স্বামী রাব্বীকেও আটক করেছে পুলিশ। স্বামীর দেওয়া তথ্যেই নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় মা লায়লা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। একপর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িংরুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় ঘাতক গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে এবং এরপর স্কুলড্রেস পরে পালিয়ে যায়।
আয়েশা ৬ মাস আগেও মোহাম্মাদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরি করেছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ। তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে ঢাকার সাভার এলাকা থেকে আয়েশার স্বামীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নলছিটি থেকে হাতেনাতে আয়েশাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গৃহকর্মী আয়শাকে গ্রেপ্তার করা নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরের গ্রামের বাড়ি। নলছিটি থানার ওসি আশরাফ আলী বলেন, আয়েশার স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।