পিকআপ ভ্যানচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ণ

মৃত্যুর কয়েকদিন আগে ডিসি হিল এলাকায় অন্তঃসত্ত্বা কুকুরটির এই ছবি তুলেছেন স্থানীয় এক বাসিন্দা।

দখিনের সময় ডেস্ক:
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনার রেশ না কাটতেই এবার সাদা রঙের পিকআপ ভ্যানচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর একটি ভিডিও ভাইরাল চট্টগ্রাম নগরের ডিসি হিলের মূল ফটকে ধীরগতিতে সরাসরি অন্তঃসত্ত্বা কুকুরটির গায়ের ওপর দিয়েই চলে যায় পিকআপ ভ্যানটি। কুকুরটি ছটফট করতে থাকে আর পেছনে দৌড়ে আসে আরও দুটি কুকুর।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেছে, গাড়িটি সরকারি। একজন কর্মকর্তাকে নামিয়ে দিয়ে আসার পথে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিটের ঘটে যাওয়া ভিডিওচিত্র ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় এবং পরদিন শুক্রবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিসি হিলে সরকারি শীর্ষ দুই কর্মকর্তা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের বাসভবন। পথচারী ও এলাকার বাসিন্দারা ওই এলাকায় হাঁটতে যান। তবে ওই রাতে ডিসি হিলের প্রধান ফটক বন্ধ ছিল। গাড়িটি বের হওয়ার আগে নিরাপত্তাকর্মী ফটক খুলে দেন। পরিবেশকর্মী ও প্রাণী অধিকার নিয়ে কাজ করেন এমন নাগরিকেরা সংশ্লিষ্ট গাড়িটির চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। থানায় এ নিয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন বলেন, একজন কর্মকর্তাকে পৌঁছে দিয়ে গাড়িটি চলে যাচ্ছিল। এর মধ্যে ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিক ওই চালককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কুকুরটির মৃত্যুতে চালকের দায়-দায়িত্ব কতটুকু; তা বের করবে কমিটি। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Post Views: ২৮