• ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবালা তামিমা কাহন, প্রতিষ্ঠিত হয়েছে রাকিবের টাকায়

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ণ
বিমানবালা তামিমা কাহন, প্রতিষ্ঠিত হয়েছে রাকিবের টাকায়
সংবাদটি শেয়ার করুন...

সেলিম চৌধুরী:

রাকিব আমার গ্রামের ছেলে আমার বন্ধুর ভাতিজা। ওকে আমি পারিবারিক ভাবে চিনি ও জানি। যে মেয়েটিকে ও বিয়ে করছে, দেখছি অনেক ছোট একটি মেয়ে, মেয়েটি পড়াশোনা করাল রাকিব আজ প্রতিষ্ঠিত। তাই বলে ছোট কালের প্রেমও বিয়ে এত বছর পর অন্য একজনকে বিয়ে করছে এটা লজ্জার এবং কলঙ্কময়। একজন মা মিডিয়ায় ঘটা করে বিয়ে করে। ছোট মেয়েটি কাঁদে তার মাকে নিয়া মানুষ হাসে। এর মত নির্লজ্জ ‘মা’ পৃথিবীতে আছে কিনা জানি না।

আবার একজন জাতীয় খেলোয়াড়, বড় মাপের মানুষ। তাঁর দ্বারা জাতি অনেক কিছু প্রত্যাশা করে। রাষ্টের টাকা খেয়ে নানা রকম আলোচনা করে তাকে নিয়ে এর আগেও একটি মেয়েকে নিয়া বিভিন্ন রকমের গল্প রচিত হয়েছে। এদের ঘৃণা করা ছাড়া কিছু বলার ভাষা নেই। সে vip বা cip হতে পারে। সাথে সাথে তাদের চরিবান ও সহনশীল হতে হবে। একজন স্টারকে মানুষ সন্মান ও ভালবাসে। তাকে অনুকরণ করে। সে কি ভাবে চলে সব কিছু তাদের অনুকরণ করে। কিন্তু যাদের চরিত্র এত জঘন্য ভাবতে অবাক লাগে। যদিও বিমান বালাদের সাধারণ ছেলের বিয়ে করা মানে আর স্বপ্নে দেখার মত, আমাদের সমাজে তাদের চরিত্র নিয়ে প্রশ্নবিদ্ধ?

রাকিব একটি ভালছেলে। বউকে শিক্ষিত করার জন্য বাবা মার অবাধ্য হতে বাধ্য হয়েছে। মেয়েটিকে সমাজে দাড়া করানোর পিছনে একশভা অবদান রাকিবের। সে ১০/১১বছর পর চরিত্রহীনাতার পরিচয় দিল। সে ভাবল না তার ৮ বছরের কন্যার কথা।  সে বুঝলোনা রাকিবের মত একটি ছেলে তাকে প্রতিষ্টিত করেছে। বাবা মাকে কিছু না দিয়ে ওকে প্রতিষ্ঠত করল। এরা কি ভাবে সমাজে মুখ দেখায়! বিন্দুমাত্র লজ্জা নেই। সরা পৃথিবীতে ওদের নিয়ে হাসেঁ। ওদের নিয়ে আর না লিখে ঘৃনা করুন। ছোট মেয়েটি ও রাকিবকে সান্তনা দিন। ওরা যেন সমাজে ভাল থাকতে পারে, একটা রক্ষনশীল

পরিবারের সন্তান রাকিব। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাল, রাকিবের দাদা ও দাদী হজ্ব করছেন। ওর দাদার ভাই একজন লন্ডনের জাস্টিজ ও একজন পাইলট ছিল।

আর মাতামাতি না করে তামিমা ও নাসিরের মত অপদার্থ নিয়ে না লিখে ভাল কিছু লিখুন সমাজ যাতে সংশোধন হয়। সবাই ভাল থাকুন। অভিভাবকদের বলবো, লোভি কম হন, তামিমার মা নাকি একজন লোভি নারী। নাসির সাহেব একদিন তামিমাকেও ডাষ্টবিনে ফেলবে। সেদিনের অপেক্ষায়!!

রাকিবের প্রতি অনুরোধ, বাদ দেও। কেন বাবা মার কথা না রেখে একটা বাজে মেয়ের কথা শুনলে,। এখন মেয়েটিকে মানুষ কর!!