Home অন্যান্য নির্বাচিত খবর বিমানবালা তামিমা কাহন, প্রতিষ্ঠিত হয়েছে রাকিবের টাকায়

বিমানবালা তামিমা কাহন, প্রতিষ্ঠিত হয়েছে রাকিবের টাকায়

সেলিম চৌধুরী:

রাকিব আমার গ্রামের ছেলে আমার বন্ধুর ভাতিজা। ওকে আমি পারিবারিক ভাবে চিনি ও জানি। যে মেয়েটিকে ও বিয়ে করছে, দেখছি অনেক ছোট একটি মেয়ে, মেয়েটি পড়াশোনা করাল রাকিব আজ প্রতিষ্ঠিত। তাই বলে ছোট কালের প্রেমও বিয়ে এত বছর পর অন্য একজনকে বিয়ে করছে এটা লজ্জার এবং কলঙ্কময়। একজন মা মিডিয়ায় ঘটা করে বিয়ে করে। ছোট মেয়েটি কাঁদে তার মাকে নিয়া মানুষ হাসে। এর মত নির্লজ্জ ‘মা’ পৃথিবীতে আছে কিনা জানি না।

আবার একজন জাতীয় খেলোয়াড়, বড় মাপের মানুষ। তাঁর দ্বারা জাতি অনেক কিছু প্রত্যাশা করে। রাষ্টের টাকা খেয়ে নানা রকম আলোচনা করে তাকে নিয়ে এর আগেও একটি মেয়েকে নিয়া বিভিন্ন রকমের গল্প রচিত হয়েছে। এদের ঘৃণা করা ছাড়া কিছু বলার ভাষা নেই। সে vip বা cip হতে পারে। সাথে সাথে তাদের চরিবান ও সহনশীল হতে হবে। একজন স্টারকে মানুষ সন্মান ও ভালবাসে। তাকে অনুকরণ করে। সে কি ভাবে চলে সব কিছু তাদের অনুকরণ করে। কিন্তু যাদের চরিত্র এত জঘন্য ভাবতে অবাক লাগে। যদিও বিমান বালাদের সাধারণ ছেলের বিয়ে করা মানে আর স্বপ্নে দেখার মত, আমাদের সমাজে তাদের চরিত্র নিয়ে প্রশ্নবিদ্ধ?

রাকিব একটি ভালছেলে। বউকে শিক্ষিত করার জন্য বাবা মার অবাধ্য হতে বাধ্য হয়েছে। মেয়েটিকে সমাজে দাড়া করানোর পিছনে একশভা অবদান রাকিবের। সে ১০/১১বছর পর চরিত্রহীনাতার পরিচয় দিল। সে ভাবল না তার ৮ বছরের কন্যার কথা।  সে বুঝলোনা রাকিবের মত একটি ছেলে তাকে প্রতিষ্টিত করেছে। বাবা মাকে কিছু না দিয়ে ওকে প্রতিষ্ঠত করল। এরা কি ভাবে সমাজে মুখ দেখায়! বিন্দুমাত্র লজ্জা নেই। সরা পৃথিবীতে ওদের নিয়ে হাসেঁ। ওদের নিয়ে আর না লিখে ঘৃনা করুন। ছোট মেয়েটি ও রাকিবকে সান্তনা দিন। ওরা যেন সমাজে ভাল থাকতে পারে, একটা রক্ষনশীল

পরিবারের সন্তান রাকিব। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাল, রাকিবের দাদা ও দাদী হজ্ব করছেন। ওর দাদার ভাই একজন লন্ডনের জাস্টিজ ও একজন পাইলট ছিল।

আর মাতামাতি না করে তামিমা ও নাসিরের মত অপদার্থ নিয়ে না লিখে ভাল কিছু লিখুন সমাজ যাতে সংশোধন হয়। সবাই ভাল থাকুন। অভিভাবকদের বলবো, লোভি কম হন, তামিমার মা নাকি একজন লোভি নারী। নাসির সাহেব একদিন তামিমাকেও ডাষ্টবিনে ফেলবে। সেদিনের অপেক্ষায়!!

রাকিবের প্রতি অনুরোধ, বাদ দেও। কেন বাবা মার কথা না রেখে একটা বাজে মেয়ের কথা শুনলে,। এখন মেয়েটিকে মানুষ কর!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments