নলছিটিতে বই খুলে পরীক্ষা, বহিষ্কার ৬, বরখাস্ত ৮ শিক্ষক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ

দখিনের সময় ডেস্ক:
ঝালকাঠির নলছিটিতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার সময় বই দেখে উত্তর লেখায় চার পরীক্ষার্থী ও আট শিক্ষককে শাস্তির মুখে পড়তে হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষার সময় কক্ষে বই খুলে পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষার্থীরা। আচমকা সেখানে উপস্থিত হন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। তিনি ঘটনাস্থলেই চারজনকে পরবর্তী পরীক্ষাগুলো থেকে বহিষ্কার করেন এবং কেন্দ্র সচিবসহ আট শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেন।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার দায়ে অভিযুক্ত শিক্ষকদের নামও প্রকাশ পেয়েছে। তারা হলেন কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হক। কেন্দ্র সচিব ফিরোজ আলম জানান, এসব শিক্ষকের বিরুদ্ধে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রকের কাছে লিখিত সুপারিশ পাঠানো হয়েছে যাতে ভবিষ্যতে তাদের দায়িত্বে রাখা না হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান এসএসসি পরীক্ষায় নকল বা অসদুপায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে একই ধরনের ঘটনায় রাজাপুর উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরা উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা ভিজিল্যান্স টিমের উপস্থিতিতে হাতেনাতে ধরা পড়ে। প্রশাসন স্পষ্ট করেছে, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের নজিরবিহীন পদক্ষেপ আরও দেখা যেতে পারে।
Post Views: ০