মোবাইল চার্জ নিয়ে উদ্ভাবনের বিষয়টি পুরোনো। তবুও নতুন নতুন পদ্ধতি আবিস্কার করে যাচ্ছেন প্রযুক্তিবিদরা। তবে ভারতের রাজধানী দিল্লীর দুই শিক্ষার্থী ভেঙে ফেলেছে বিগত উদ্ভাবনগুলোর রেকর্ড। তারা এমন একটি পদ্ধতি আবিস্কার করেছেন, যাতে শুধু হাঁটলেই চার্জ হবে মোবাইল। মোহক ভাল্লা এবং আনন্দ গঙ্গাধারণ নামে দুই বন্ধু দশম শ্রেণিতে পড়ার সময় মোবাইলে ভিন্নরকম চার্জার আবিস্কারের চিন্তা করেন। এর তিনমাসের মধ্যেই তারা বানিয়ে ফেলেন মোবাইল চার্জারের প্রথম মডেল।
তারা এটির নাম দিয়েছেন ‘ওয়াকিং চার্জার’। প্রথমদিকে এই মডেলটিতে কিছু সমস্যা ছিল। তাও খুঁজে খুঁজে ঠিক করে ফেলেছে মোহক ও আনন্দ। আগামী দুই বছরের মধ্যে বাজারে আসতে পারে এই চার্জার। মোহক ও আনন্দের বয়স এখন ১৯। দুজন জানিয়েছেন, সাধারণ মোবাইল চার্জারের চেয়ে ২০ শতাংশ কম সময়ে চার্জ হবে এই ওয়াকিং চার্জার। এর ব্যবহার সম্পর্কে তারা জানিয়েছেন, ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকশন পদ্ধতিতে কাজ করে এই যন্ত্র।
চার্জারের একটি অংশে থাকবে ডায়নামো, অপর অংশে থাকবে বাফার। এটি রাখা হবে গোড়ালির নিচে। হাঁটা শুরু করলেই গোড়ালিতে চাপ পড়ে শক্তি উৎপন্ন করবে। সেই শক্তিতে ডায়নামো ঘুরবে আর বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করবে। এই বিদ্যুৎ থেকেই চার্জ হবে মোবাইল।