• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আঁকা যাবে স্বপ্নের ছবি, হবে ভিডিও রেকর্ড

দখিনের সময়
প্রকাশিত জুন ২০, ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ণ
আঁকা যাবে স্বপ্নের ছবি, হবে ভিডিও রেকর্ড
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
স্বপ্নের ছবি ও ভিডিও রেকর্ডের প্রযুক্তি উদ্ভাবন করেছে জাপান! দেশটির একদল বিজ্ঞানী এক বিশেষ ধরনের এমআরআই (ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং) প্রযুক্তি আবিষ্কার করেছে, যার মাধ্যমে মানুষের স্বপ্নকে ভিডিওতে রূপ দেওয়া যাবে। মূলত ঘুমে দেখা স্বপ্নকে বিশ্লেষণ করে সেই অনুযায়ী ছবি বা ভিডিও বানিয়ে দিতে সক্ষম এই নতুন প্রযুক্তি।
এমআরআই মেশিন সাধারণত মস্তিষ্কের ক্ষতি, স্ট্রোক, ক্যান্সার, মেরুদণ্ডের আঘাত, চোখের আঘাত এবং অন্যান্য ক্ষেত্রে পুরো শরীর পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। মেশিনটি শক্তিশালী চুম্বক ব্যবহার করার নীতিতে কাজ করে যা একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং অভ্যন্তরীণ অঙ্গগুলিকে ভিজ্যুয়ালাইজ করার জন্য রেডিওফ্রিকোয়েন্সি কারেন্ট তৈরি করে।  সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তি আবিষ্কার নিঃসন্দেহে বিজ্ঞানের অন্যতম সেরা অর্জন বলে মনে করা হচ্ছে। কারণ এর মাধ্যমে মস্তিষ্কে থাকা স্নায়ুগুলোকে আরও গভীরভাবে জানা সম্ভব হবে।
বিজ্ঞানীরা জানান, একজন ব্যক্তি ঘুমানোর সময় তার মস্তিষ্কে চলা কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে। পরবর্তীতে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষন করে বিশেষ অ্যালগরিদমের সাহায্যে পুনর্বিন্যাস করে স্বপ্নকে ছবি বা ভিডিওতে রূপান্তর করা যাবে। তারা এও জানান, বর্তমানে এই পদ্ধতির মাধ্যমে সর্বোচ্চ ৬০ শতাংশ নির্ভুল স্বপ্নের ব্যাখ্যা করা সম্ভব। তাই প্রযুক্তিটির আরো অনেক উন্নয়নের জায়গা রয়ে গেছে।