• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আগুন পোহাতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীর মূলধন পুড়ে ছাই

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ণ
আগুন পোহাতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীর মূলধন পুড়ে ছাই
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে মো. জুয়েল মিয়া নামে এক ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীর মূলধনের ৬৫ হাজার টাকা পুড়ে গেছে। বুধবার (১৮ জানুয়ারি) রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। মো. জুয়েল মিয়া শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর বাজারে ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন।
জুয়েল মিয়া বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। এরপর প্রচণ্ড শীতের মধ্যে মা চুলার পাশে বসে আগুন পোহাচ্ছিলেন। এ সময় মায়ের পাশে আগুন পোহাতে বসি। কিছুক্ষণ পর ঘরে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। দ্রুত চুলার কাছে গিয়ে দেখি, পকেটে থাকা ৬৫ হাজার টাকা আগুনে পুড়ছে। টাকা উঠানোর আগেই বেশিরভাগ টাকা পুড়ে ছাই হয়ে যায়। কিছু টাকা অর্ধেকের বেশি পুড়ে গেছে।
তিনি আরও বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ৬৫ হাজার টাকাই ছিল আমার ব্যবসার মূলধন। সব টাকা পুড়ে যাওয়ায় ব্যবসার পুঁজি হারিয়ে ফেলেছি। শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদ সরকার বলেন, জুয়েল শ্রীপুর বাজারের ফুটপাতের ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী। আগুনে তার মূলধনের টাকা পুড়ে গেছে। তাকে সহায়তার চেষ্টা করছি।