Home সারাদেশ কুমিল্লা শিক্ষার্থীদের হিজাব কাটার কাণ্ডে উত্তাল নার্সিং কলেজ

কুমিল্লা শিক্ষার্থীদের হিজাব কাটার কাণ্ডে উত্তাল নার্সিং কলেজ

দখিনের সময় ডেস্ক:
কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজে দুই শিক্ষার্থীর হিজাব কেটে দেওয়ার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধের আন্দোলনে নেমেছে ওই কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। এক পর্যায়ে তারা কলেজের ৬ শিক্ষককে কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এরপর শুরু করে বিক্ষোভ। এসময় তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠে কলেজ প্রাঙ্গণ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুমিল্লা নার্সিং কলেজের ২য় বর্ষের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেন কলেজেরই একজন শিক্ষক। এ খবর ছড়িয়ে পড়ার পরদিন কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা এ ঘটনার প্রতিবাদে ৬ শিক্ষকসহ কলেজের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করেন। দুপুর ২টায় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়। তখন কলেজে প্রবেশ করে অভিযুক্ত শিক্ষক মোসা. মিরণ নাহার বেগমের বক্তব্য সংগ্রহ করা হয়। এ সময় অন্যান্য শিক্ষকরাও কলেজে উপস্থিত ছিলেন।
অভিযুক্ত শিক্ষক মিরণ নাহার বেগম জানান, গত ২ বছর ধরে শিক্ষার্থীদের নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ড্রেস কোড মেনে শ্রেণিকক্ষে আসার জন্য বলে আসছি। অধিকাংশ শিক্ষার্থী ড্রেসকোড মেনে শ্রেণিকক্ষে আসলেও কয়েকজন শিক্ষার্থী ড্রেসকোড মানছেন না। তারা তাদের ইচ্ছেমতো ড্রেস পরে শ্রেণিকক্ষে আসছেন। হিজাব পরতে কাউকে নিষেধ করিনি বা কখনো করিনাই। কেবল শালিনতার সঙ্গে ড্রেসকোড মেনে হিজাব পরার জন্য ছাত্রীদের উপদেশ দিয়ে আসছি।
হিজাব কাটার বিষয়ে তিনি জানান, অনেক বলার পর যারা ড্রেসকোড না মেনে হিজাব পড়েছেন তাদের হিজাবের অতিরিক্ত অংশ কেটে দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি অনুতপ্ত। তিনি আরও জানান, আমি যার হিজাব কেটেছি তিনি একজন হিন্দু মেয়ে। শিক্ষার্থীরা জানিয়েছে হিজাব পরার ঘটনাকে কেন্দ্র করে তারা কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজে তালা দিয়েছেন। তারা আন্দোলনের সময় শিক্ষকদের তালা দিয়ে আন্দোলন করেছেন। শিক্ষার্থীরা আরও জানান, হিজাব কাটা অন্যায়। মুসলিম প্রধান দেশে এ ঘটনা জঘন্যতম অন্যায়। কেন মেডাম হিজাব কেটেছে তার সঠিক বিচার চান।
এ বিষয়ে কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজের অধ্যক্ষ আকবরি খানম জানান, তিনি ঢাকায় ছিলেন। কিছুক্ষণ আগে কলেজে এসে বিস্তারিত জানা চেষ্টা করছেন। অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে লিখিত আকারে বিস্তারিত তথ্য চেয়েছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকেও লিখিত অভিযোগ চেয়েছেন। উভয়পক্ষের তথ্যের আলোকে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments