রাজধানীর বংশালের আগামাছিহ লেনে মায়ের বকুনি খেয়ে সুমাইয়া ইসলাম পাপড়ি (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। পাপড়ি নাজিরা বাজার বেসরকারি গার্লস হাই স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী ছিল।
সুমাইয়ার বড় বোন আমেনা বলেন, ঈদে মার্কেটে যাওয়ার বিষয় নিয়ে আমার মা তাকে বকাবকি করেন। সে অভিমানে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় দরজা ভেঙে দেখি সে ঝুলে আছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান, আমার বোন আর বেঁচে নেই। তিনি আরও বলেন, বর্তমানে আমরা বংশাল থানার আগামাছিহ লেনের ৮৪/১ নং বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকি। আমাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বাজিতপুর গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানাকে জানিয়েছি।