সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, চিরকুট উদ্ধার
দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২৪, ২২:২২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকার দোহার উপজেলায় নিজ ঘর থেকে মা কাজল (২২) ও তার দেড় বছরের শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবিনগর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত কাজল দেবিনগর এলাকার সৌদি আরব প্রবাসী সিরাজ শেখের স্ত্রী ও হরিচন্ডি এলাকার মৃত আব্দুল মৃধার মেয়ে। স্থানীয় ইউপি সদস্য অঞ্চনা আক্তার বলেন, ‘আমি দুপুরে খবর পেয়ে এই বাড়িতে আসি। আমার সাথে আরমান নামে একজন গ্রাম পুলিশ আসেন। আমি এসে কাজলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সেই সাথে ড্রেসিং টেবিলের ওপর একটি চিঠি দেখি। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘সবার কাছে একটি অনুরোধ, আমার লাশটি পোস্টমর্টেমে দিয়েন না। আর আমার স্বামীরে আমার লাশটি দেখাইয়েন না। যদি দেখান, আমি মরেও শান্তি পাবো না। সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। মা আমার খাদিজাকে (বড় মেয়ে) দেখে রেখো, আর তোমার কাছে রেখো। আমার মরা লাশটা যেনো আমার বাবার বাড়ি থেকে দাফন কাফন করা হয়।’
পুলিশ জানায়, নিহত কাজলের মরদেহ তার কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে কাজলের দেড় বছরের শিশু কন্যা তাবাছুমের মরদেহ বিছানায় শোয়া অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজল তার সন্তানকে হত্যা করার পর নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘আমরা ইতোমধ্যে মরদেহ উদ্ধার করেছি। পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।