• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় রেমালে আর্তনাদকৃত পরিবারের পাশে IGNITE THE NATION

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২৪, ১৭:৪৫ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় রেমালে আর্তনাদকৃত পরিবারের পাশে IGNITE THE NATION
সংবাদটি শেয়ার করুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসযজ্ঞের আর্তনাদের হাহাকারে ভারী উপকূলের পুরো আকাশ । গৃহহারা হয়ে প্রবল ঝড়ের মধ্যে কান্নার ভেঙ্গে পড়া উপকূলীয় জেলা বরগুনার ধুপতির গ্রামের সোবাহান শরীফ ও স্ত্রীর এমনি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরলাল হয়। সেই বৃদ্ধ দম্পতি ও তার পরিবারের পাশে খাবার, পোশাক ও ওষুধ নিয়ে দাঁড়ায় IGNITE THE NATION নামের তরুণদের একটি সংস্থা।
সংস্থার সদস্যদের সাথে কথা বলে জানা যায় গতকাল   স্থানীয় একজন স্বেচ্ছাসেবকের ক্যামেরায় ভিডিওটি ধারণ করেন । পরবর্তীতে সেটি সামাজিক মাধ্যেমে ভাইরাল হয়। স্বেচ্ছাসেবক যখন ভিডিওটি পাঠায় সাথে সাথেই তারা ওই অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তারা আজ সেই পরিবার সহ আরও কিছু পরিবারে মধ্যে সযোগিতা পৌঁছে দেয়।পাশাপাশি গতকাল থেকে তারা আশ্রয় কেন্দ্রে গুলোতে শুকনো খাবার দিয়ে যাচ্ছে । তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
স্থানীয় সংবাদ কর্মীদের থেকে জানা যায়,
উপকূলীয় জেলায় এটি একটি উদাহরন মাত্র। বাস্তবতা এর চেয়েও অনেক অনেক ভয়ানক । যা অনেক অংশে ছাড়িয়ে গিয়েছে সিডরের ভয়াবহতাকেও। বিধ্বস্ত বসত বাড়ি ফসলের মাঠ, ডুবে আছে নিম্ন অঞ্চল। বিশুদ্ধ পানি, খাবার ,মেডিসিন পোশাক ,স্থায়ী বসত সবকিছুর সংকট প্রবল। জরুরী ত্রাণ ত্রাণ পর্যাপ্ত আসছে না ।
জেলা প্রশাসন থেকে জানা যায় বরগুনার ৩০০ টি প্লাবিত গ্রামের সম্পূর্ণ বিধ্বস্ত বাড়ি ঘরের সংখ্যা অন্তত ৩,৩৭৪টি এবং আংশিক বিধ্বস্ত বাড়ি ১৩,০৩৪টি । বন্যা দুর্গত মানুষের সংখ্যা অন্তত ২,৩১,৭০০ জন। এছাড়া,
১২ কি.মি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬০০০ হেক্টর কৃষি জমি,   ৪১৫৭ হেক্টর মাছের ঘের ও উন্মুক্ত জলাশয় প্লাবিত হয়েছে।