• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হারানো বিজ্ঞপ্তি

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৮, ২০২৪, ২২:৫৭ অপরাহ্ণ
হারানো বিজ্ঞপ্তি
সংবাদটি শেয়ার করুন...

আমি মো: শামসুদ্দোহা নিশাত (২৭), পিতা-মোঃ নাজমুল হাসান, সাং-বদরখালী, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা গত ১৩-৭-২০২৪ তারিখ বেলা অনুমান ১০:০০ ঘটিকার সময় আমি নথুল্লাবাদ হইতে ফিশারী রোডে যাওয়ার পথে আমার সাথে থাকা ফাইল কভারের মধ্যে এসএসসি পাশের সার্টিফিকেট, মার্কশিট, এ্যাডমিট কার্ড ও রেজি: কার্ড যাহার রোল নং-১১৩৩০২, রেজি:- ৬৫০২৮৮, শিক্ষা বর্ষ ২০১০ ২০১১ এইচএসসি পাশের সার্টিফিকেট, মার্কশিট, এ্যাডমিট কার্ড ও রেজিঃ কার্ড যাহার রোল নং-২১৪০১০, রেজি:-৭০৭৩৩২ শিক্ষা বর্ষ ২০১২-২০১৩, উক্ত কাগজপত্র গুলো ফাইল কভার সহ আমার অজান্তে পথি মধ্যে কোথাও হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করিয়া কোথাও না পাওয়াই গত ২৮ জুলাই ২০২৪ ইং তারিখে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করি। উক্ত সাধারণ ডায়েরী নং ১০৫৮।