• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ার্কশপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল এনবিআর

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৫:২২ অপরাহ্ণ
ওয়ার্কশপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল এনবিআর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ওয়ার্কশপ খাতে ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সঙ্গে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে আগের মতো ১০ শতাংশ রাখা হবে।
৯ জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছিল। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে অটোমোবাইল ওয়ার্কশপ মালিকরা অসন্তোষ প্রকাশ করেন। সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ওয়ার্কশপ মালিক ও শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তারা গাড়ি মেরামত করে নতুন গাড়ি আমদানির প্রয়োজন কমিয়েছেন এবং দক্ষ হয়ে দেশের বাইরে রেমিট্যান্স প্রবাহেও ভূমিকা রাখছেন।প্রসঙ্গত, এর আগে ১৬ জানুয়ারি হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তও প্রত্যাহার করেছিল এনবিআর। দুই ক্ষেত্রেই মালিকপক্ষের যুক্তি এবং দেশের সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব বিবেচনায় এনবিআর এ সিদ্ধান্ত নেয়।