দখিনের সময় ডেস্ক:
বরিশালের ১ নং আন্দারমানিক ইউনিয়ন অন্তর্গত আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আজ সোমবার সকালে প্রতিবাদ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রধান শিক্ষক পদে মোঃ মোশারফ হোসেন মাষ্টার যোগদান করতে আসলে এ প্রতিবাদ করেন তারা। এ বিষয়ে প্রতিবাদকারীরা জানায়, “মোঃ মোশারফ স্যারের চারিত্রিক সমস্যা আছে। দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থেকে এলাকার নিরীহ ও সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি সাধন করেছে, পাশাপাশি তার ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি তার সহকর্মী শিক্ষকরাও।
খোঁজ নিয়ে জানা যায় সে পাতারহাট মডেল স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে শিক্ষকদের বদলি সহ নানা রকম হয়রানির স্বীকার করতেন সাধারণ শিক্ষকদের। অবৈধ পথে অর্থ উপার্জন করে সে বরিশাল শহরে বাড়ি করেছেন বলে ও জানা যায়। মডেল স্কুলে থাকাকালীন সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এলাকাবাসী এর সত্যতা পেয়ে উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে এবং তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক ক্ষোভের একপর্যায়ে তাকে সেখান থেকে পানিশমেন্ট ট্রান্সফার করে দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেওয়া হয়।”
তারা আরও জানান, “মোঃ মোশারফ স্যারের বিরুদ্ধে পুনরায় আবার নারী কেলেঙ্কারির অভিযোগ উঠলে স্থানীয় অভিভাবকগণ তাকে ওই স্কুল থেকে বদলি হয়ে যাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানালে সে টাকা পয়সার লেনদেনের মাধ্যমে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করতে চাচ্ছে।”
প্রতিবাদকারী আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তার এই যোগদান কে কোনভাবেই মেনে নিতে পারছে না তারা। তাই তারা বাধ্য হয়ে মোশারফ মাস্টার এর যোগদানকে প্রতিহত করতে স্কুলের মাঠে ঝাড়ু জুতা মিছিল করেন। এবং পাশাপাশি তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দাবি করেন যেন এই স্কুলে এই খারাপ চরিত্রের মোশাররফ মাস্টারকে যেন কোন ভাবেই না দেওয়া হয়। এ ব্যাপারে জানার জন্য মোশারফ মাস্টার কে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
Post Views:
০