বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারন সম্পাদক জসিম উদ্দিন নির্বাচিত
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ১৮:২২ অপরাহ্ণ
জলিলুর রহমান ও জসিম উদ্দিন
নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩০ ডিসেম্বর) বাউফল প্রেসক্লাবে বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলয়নায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত মোঃ জলিলুর রহমান (আমার দেশ), সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ জসিম উদ্দিন (মানবকণ্ঠ),যুগ্নসাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মোঃ মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ জন। তারা হলেন,সহ: সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ),কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের কণ্ঠস্বর), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তমকুমার (বিজয়টিভি), মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), এবিএমমিজানুর রহমান (প্রথম আলো), কামরুল হাসান (যায়যায়দিন)।
প্রেসক্লাবে মোট ৪৪ জন সদস্য ভোটার ছিলেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হলে ভোট গণনার পর বাউফল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
Post Views:
০