কামরাঙ্গীরচরের রসুলপুরে মর্মান্তিক এক ঘটনায় সালমা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সালমা হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
নিহতের মা রিনা আক্তার জানান, তার স্বামী সৌদি প্রবাসী এবং দুই সন্তানের মধ্যে সালমা ছিল বড়। সকালে স্কুলে যাওয়ার সময় না খেয়ে যায় সালমা। ফেরার পর খাবার খেতে বললে এবং কিছুটা বকা দিলে সে অভিমানে নিজের রুমে গিয়ে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। মেয়ে খুব জেদি স্বভাবের ছিল বলে জানান মা।ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে। আগামী বছর সালমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের বদরপুর গ্রামে।